Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার, ২সেপ্টেম্বর, ২০১৯ঃ বিপণনও ব্র্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে ইএমএক্স লিঃ এবং ফস্ট্রাইয়ালপেন ন্সেন্ট্রাম ই এসবারিয়াএবি (ফার্স্ট এইড সেন্টারঅবসুইডেন) মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। ০২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ঢাকার গুলশানের শেজাদ প্যালেসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেই এমএক্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী র্খুরম আহমেদ এবংফস্ট্রাইয়ালপেন ন্সেন্ট্রাম ই এসবারিয়াএবির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জোনাস উইকস্ট্রোম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলেই এমএক্সলিঃ এখন থেকে ফস্ট্রাইয়ালপেন ন্সেন্ট্রাম ই এসবারিয়াএবি-এর সকল সেবা এবং পণ্য সমূহ আরো অধিক সংখ্যক ক্রেতার নিকট পৌছে দিতে সক্ষম হবে।
এ সময় অন্যান্যের মধ্যে ইএমএক্স লিঃ এর চিফ অ্যাকাউন্টেন্ট জনাব রুবেল আহমেদ, মার্কেটিং ম্যানেজার জনাব মোঃআব্দুল ছাত্তার, ফার্স্ট এইড সেন্টারসুইডেন এরকা ন্ট্রি ম্যানেজার জনাব আহমেদ সাব্বির নাইহান এবং বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার জনাব ফরিদ উদ্দিন আকবর উপস্থিত ছিলেন।