খােলাবাজার ২৪,সোমবার, ২সেপ্টেম্বর, ২০১৯ঃতোফাজ্জল হোসেনঃ শিরপুর উপজেলাস্থ কারারচর মৌঃ তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ে ২ আগষ্ট দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ সৃষ্ঠির লক্ষ্যে রচনা,বিতর্ক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সততা ষ্টোর উদ্বোধন উপলক্ষে স্কুলের সামসুন্নাহার মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অন্ষ্ঠুান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি. নরসিংদী কলেজের সাবেক অধ্যক্ষ সূর্য্যকান্ত দাস। কারারচর মৌঃ তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা তারেক আহমেদ এর সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ঠ সমাজসেবক রোটারিয়ান বশিরুল ইসলাম,ইঞ্জিনিয়ার মোঃ মোশারফ হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান ভূইয়া,সহকারী শিক্ষক ওবায়দুল হক,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তাক আহমেদ ভূঞা,মোসলেহ উদ্দিন মাষ্টার প্রমুখ। সভায় বক্তাগন বলেন আগামী দিনে দেশকে দুর্নীতিমুক্ত,মাদকমুক্ত আদর্শ দেশ গড়তে ভালভাবে লেখাপড়া করে তোমাদেরকেই সর্বক্ষেত্রে সেরা অবধান রাখতে হবে। সেজন্য এখন থেকেই সত্য কথা বলা,সত্য পথে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। তোমাদের মধ্যে এই অভ্যাস গড়ে তোলার জন্য স্কুলে সততা ষ্টোর স্থাপন করা হয়েছে। আশা করি সততা ষ্টোরের মাধ্যমে তোমাদের ভবিষ্যত গঠনে তোমরা চেষ্টা করে যাবে। আলোচনা সভার পর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সূর্য্যকান্ত দাস আন্ষ্ঠুানিকভাবে ফিতা কেঁেট সততা ষ্টোরের শুভ উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব মাওলানা তারেক আহমেদ,সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।