মঙ্গলবার সাত সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পর পর বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্ল্যান্টের ভিতরেই আটকে পড়েন অনেকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল এবং ক্রাইসিস ম্যনেজমেন্ট টিম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওই প্লান্টে তেল এবং গ্যাস পাইপ লাইনে ভয়াবহ আগুন লাগে এবং মুহূর্তেই ওই আগুন আরও ভয়াবহ রূপ নেয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল বাহিনী, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
টুইট করে ওএনজিসি জানিয়েছে, আগুন লেগেছে স্টর্ম ওয়াটার ড্রেনে। তবে এতে তেলশোধনের কাজে কোনও প্রভাব পড়েনি। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্ল্যান্টের এক কিলোমিটার এলাকা সিল করে দিয়েছে পুলিশ।
ওএনজিসি ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস সংস্থা, যা দেশীয় উৎপাদনে প্রায় ৭০ শতাংশ অবদান রাখে।