Wednesday , February 26 2020
ব্রেকিং নিউজ :

Home / বিনোদন / ৯০০ কিলোমিটার হেঁটে অক্ষয়ের কাছে ভক্ত

৯০০ কিলোমিটার হেঁটে অক্ষয়ের কাছে ভক্ত

এমন ভক্তকে দেখে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না অক্ষয়। নিমিষেই তার সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বলিউড খিলাড়ি।

জানা গেছে, গুজরাটের দ্বারকা থেকে ১৮ দিন ধরে প্রায় ৯০০ কিমি পথ হেঁটে এসেছেন শুধুমাত্র অক্ষয়কে দেখতে।কারণ অক্ষয়ের সে অন্ধভক্ত।

এই ভক্তকে কাছে পেয়ে এসময় আপ্লুত হয়ে যান অক্ষয়। সেই ভক্তের সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে অক্ষয় লেখেন, ‘আজ পর্বতের সঙ্গে দেখা হল। ১৮ দিনে ৯০০ কিমি পথ হেঁটে এসেছেন তিনি। আমাদের তরুণ প্রজন্ম লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি এমন পরিকল্পনা ও একাগ্রতা দেখায়, তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না।

Print Friendly, PDF & Email

About kholabazar 24