খােলাবাজার ২৪,বুধবার,৪সেপ্টেম্বর,২০১৯ঃবানারীপাড়া প্রতিনিধিঃ শিশুর শ্রেণী বিভাগ, সুবিধা বঞ্চিত শিশু কে,পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি, ৯বছরের কম শিশুকে গ্রেফতার করা যাবেনা, বিচারপ্রক্রিয়ায় শিশুর অংশগ্রহণ বিষয়ে বুধবার সকাল ১০টায় শিশু আইন-২০১৩ উপর এক সভা অনুষ্ঠিত হয়। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এর সহযোগিতায় বেসরকারী সংস্থা লাভ দাই নেবারের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ। লাভ দাই নেবারের প্রকল্প কর্মকর্তা ফরিদা ইয়াছমিন মিল্কীর সঞ্চালনায় সাবেক উপ পরিচালক ডাঃ মোঃখোরশেদ আলম সেলিম, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী, যুব উন্নয়ন কর্মকর্তা শাহনাজ পারভীন, সহকারী প্রোগ্রামার(আইসিটি) মোঃ শরিফুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এস মিজানুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা ফয়জুন্নেছা খানম, এস আই ওসমান গনি প্রমূখ।