বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে স্পিকার দফতরে এই চিঠি পৌঁছে দেন দলটির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করে দলীয় অবস্থান স্পষ্ট করবেন রওশন এরশাদ।
এর আগে, গতকাল দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বিরোধী দলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দেয় জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে ৫ সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল স্পিকারের দফতরে চিঠি পৌঁছে দেয়।
প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রেসিডেন্ট ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জানুয়ারি মারা গেছেন। এর আগে তিনি তার অবর্তমানে পার্টির চেয়ারম্যান হিসেবে ভাই জিএম কাদের দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। তবে বিরোধী দলীয় নেতা কে হবেন এর কোনও সুরাহা করে যাননি।
জিএম কাদেরের চেয়ারম্যান হওয়ার বিষয়টি এরশাদ আগে জানিয়ে গেলেও রওশনপন্থীরা সেটা মেনে নিতে রাজি হননি। ফলে এরশাদের মৃত্যুর পরপরই দলটির প্রেসিডেন্ট ও সংসদের বিরোধী দলীয় নেতা মনোনয়ন নিয়ে জিএম কাদের ও রওশনপন্থীদের মধ্যে টানাটানি শুরু হয়। দেওয়া হয় বিবৃতি, পাল্টা বিবৃতি।
অবশ্য জিএম কাদেরকে চেয়ারম্যান হিসেবে মেনে নিতে রওশনপন্থীরা কিছুটা নমনীয় হলেও তাকে বিরোধী দলীয় নেতা হিসেবে চান না।
তাদের দাবি, রওশনই হবেন বিরোধী দলীয় নেতা।