Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

    খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,৫সেপ্টেম্বর,২০১৯ঃ ১৫ বছর বয়সী এক  ছাত্রের সাথে সম্পর্ক গড়ে তোলেন যুক্তরাজ্যে ৪৩ বছর বয়সী এবং বিবাহিতা এক শিক্ষিকা। ওই ছাত্রকে নিয়ে হোটেলরুমে উঠার পরিকল্পনা করেন এবং এজন্য বুকিংও দিয়েছিলেন। এ অভিযোগে তাকে দুই বছরের জেল দিয়েছে লিভারপুল ক্রাউন কোর্ট। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান এ খবর দিয়েছে।

    লিডিয়া বেটি মিলিগ্যান নামের ওই নারী সহকারী শিক্ষিকা লিডিয়েট এর মেরিসাইডের বাসিন্দা। তার বিরুদ্ধে আদালতে শুনানিতে বলা হয়েছে, তিনি ১৫ বছর বয়সী ওই ছাত্রের সঙ্গে সাক্ষাতের পর তাকে অন্যদের থেকে আলাদা করে ফেলা শুরু করেন। শেষে হোটেল বুকিং দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি।

    তবে আদালতে ওই ছাত্রকে বিভিন্ন বিষয়ে সাহায্য করতে চেয়েছিলেন দাবি করে যৌনতার অভিযোগ অস্বীকার করেছেন মিলিগ্যান।

    দুই সন্তানের মা মিলিগ্যানের বিরুদ্ধে কারাদণ্ডের ঘোষণা দিয়ে বিচারক গ্যারি উডহল বলেন, ওই শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। জুরিদের শুনানিতে ওই বালককে পাঠানো এসএমএস পড়ে শোনানো হয়।