খােলাবাজার ২৪, শুক্রবার, ৬সেপ্টেম্বর, ২০১৯ঃ সৌদি পেতিনিধিঃ বাংলাদেশীর হাতে অপর এক বাংলাদেশি নিহত হয়েছে। সৌদি আরবের মক্কায় ওয়াদি রেহেজান নামক এলাকায় কথা কাটাকাটির জের ধরে এক বাংলাদেশির হাতে অপর এক বাংলাদেশিকে হত্যা করে।
নিহত জসিম উদ্দিন, চট্ট গ্রামের লোহাগাড়া উপজেলাধীন চরম্বা ইউনিয়নের মাইজবিলা-বিরবিলা মাঝখানে টেকের দোকান এলাকার গাজালিয়া পুকুরপাড় নিবাসী মোজাহার সওদাগরের পুত্র।
জানা যায় মক্কা নগরী থেকে প্রায় ৮০-কিলোমিটার দূরে ওয়াদি রেহেজান এলাকায় (মাজরা) ক্ষেতে গত ৩০-আগষ্ট এ ঘটনা ঘটে। একই ক্ষেতে একই ইউনিয়নের ৭/৮-জন কাজ করতেন।কাজ শেষে নিজ বাসায় তাদের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হলে রুমমেটের গাছের লাটির আঘাতে মুহাম্মদ জসিম উদ্দিন-(৪৪) নামের বাংলাদেশি নিহত হন।
এ খবর আত্মিয় ও প্রবাসীদের মধ্যে জানাজানি হলে নিহত হওয়ার তিনদিন পর ৩-সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে স্থানীয় পুলিশ এসে নিহত প্রবাসী জসিম উদ্দিনের লাশ উদ্ধার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দহে ২-জনকে সৌদি পুলিশ গ্রেফতার করে।