Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শুক্রবার,৬সেপ্টেম্বর,২০১৯ঃ সকল অনিয়ম ও দুর্নীতির উর্দ্ধে থেকে জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ শুক্রবার পিরোজপুরের নাজিরপুর এলজিইডি’র উদ্যোগে নাজিরপুর ডাকবাংলো চত্ত্বরে আয়োজিত ‘নাজিরপুর উপজেলা অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আখতারুজ্জামান খান কবির, এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায় এবং নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার।

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, “পিরোজপুর-১ আসনের তিনটি উপজেলার  উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। এর মধ্যে জেলার স্বরূপকাঠী উপজেলার সাথে নাজিরপুর উপজেলা হয়ে পিরোজপুর সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগের জন্য সন্ধ্যা নদী ও তালতলা নদীতে ব্রীজ-কালভার্টসহ রাস্তা তৈরীর সম্ভাব্যতা যাচাই ইতোমধ্যে শেষ হয়েছে”।

প্রধান অতিথি বলেন, “দলমত নির্বিশেষে সকলে মিলে কাজ করলে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনের উন্নয়ন সময়ের ব্যাপার মাত্র। রাজনৈতিক দলীয় মতপার্থক্য থাকতেই পারে, তা আমরা মাঠে মোকাবেলা করবো। কিন্তু উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ করা জরুরী”।

তিনি আরো বলেন, “মৃত্যু নিশ্চিত, শুধু সময়টা অনিশ্চিত। অনিয়ম-দুর্নীতি করে অঢেল সম্পদের মালিক হয়ে লাভ কী? ঘুষ দিয়ে আমরা আমাদের মুত্যু ঠেকাতে পারবো না। মৃত্যুর পরও কাজের মধ্যে দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকা যায়। সেজন্য আমাদের ভালো কিছু করে যাওয়া উচিত”।

মন্ত্রী আরো যোগ করেন, “জনপ্রতিনিধি যারা যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, সে এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষদের সাথে নিয়ে কাজ করতে হবে। এলাকার সবার মতামত নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যেতে হবে”।

মতবিনিয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন নাজিরপুর উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন বুলু, সুমন মন্ডল মিঠু, মাস্টার ওয়ালিউল্লাহ, আশুতোষ বেপারী, আকতারুজ্জামান গাউস, মোশারেফ হোসেন খান, মনিরুজ্জামান আতিয়ার, উত্তম মৈত্র, হাসনাত ডালিম প্রমুখ।

উক্ত সভায় নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ নয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।