খােলাবাজার ২৪, শুক্রবার, ৬সেপ্টেম্বর, ২০১৯ঃপিরোজপুর জেলা প্রতিনিধিঃ আজ শুক্রবার বিকেলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম দৈনিক সমকাল ও চ্যানেল আই এর পিরোজপুর জেলা প্রতিনিধি, দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক, পিরোজপুর জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এবং পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু অসুস্থ হওয়ায় তাকে দেখতে তার পিরোজপুরস্থ বাসায় যান।
এ সময় মন্ত্রী অসুস্থ ফসিউল ইসলাম বাচ্চু’র চিকিৎসার খোঁজ খবর নেন এবং রোগমুক্তি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, পিরোজপুরে পাবলিক প্রসিকিউটার এডভোকেট খান মো. আলাউদ্দিন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম নান্নু চৌধুরী, পিরোজপুর সদর থানার ওসি এস. এম. জিয়াউল হক, নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া, সাবেক পৌর কাউন্সিলর জাহিদ হোসেন পিরু, পিরোজপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।