
মানিকগঞ্জে স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবার মারা গেলো স্কুলছাত্রী রুবায়া আক্তার।
স্বজনরা জানান, ডেঙ্গু আক্রান্ত হওয়ায় জেলা সদর হাসপাতালে চিকিৎসা চলছিলো তার। অবস্থার অবনতি হলে, শুক্রবার রাতে তাকে ঢাকায় পাঠানো হয়। আসন সংকটে সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি হতে না পেরে অন্য একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে মারা যায় রুবায়া। জেলার বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন ৮৪ জন ডেঙ্গু রোগী।
এদিকে, যশোরে আবারো ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় নতুন ৫৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে জেলায় এখন চিকিৎসাধীন ২২৫ জন। সীমিত জনবল দিয়ে তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগের চেয়ে বেড়েছে ডেঙ্গু রোগী। নতুন করে আরও ৬৩ জন ভর্তি হয়েছেন। গতকাল যার সংখ্যা ছিল ৫৭ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ২০০ জন।
ঝিনাইদহে নতুন আরও ১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৯ জন।
তবে, গাজীপুরে কমছে ডেঙ্গু রোগী। নতুন করে ৬ জন শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ায় এখন রোগীর সংখ্যা ২১ জন। গত দুই মাসে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন সাড়ে পাঁচ শতাধিক ডেঙ্গু রোগী।
এছাড়া, রংপুর ও ঠাকুরগাঁওসহ বেশ কয়েকটি জেলায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ডেঙ্গু। আক্রান্তের চেয়ে বেড়েছে চিকিৎসা শেষে বাড়ি ফেরার হারও।