Wednesday , February 26 2020
ব্রেকিং নিউজ :

Home / সারাদেশ / পিরাজপুরে সেই প্রধান শিক্ষকের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন

পিরাজপুরে সেই প্রধান শিক্ষকের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন

খােলাবাজার ২৪,রবিবার,৮সেপ্টেম্বর,২০১৯ঃপিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর সদর উপজেলার সেই ৭৪ নং মধ্য নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খানমের অপকর্মের প্রতিবাদ ও বিচার দাবীতে এবার মানববন্ধন করেছে হ্মুব্ধ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। আজ রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এ সময় অন্যান্যদের মদ্যে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম শেখ, অভিভাবক সাইফুল ইসলাম লাভলু, সেন্টু সেখ, খাদিজা বেগম, জাহানারা বেগম সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ দিকে প্রধান শিক্ষক নার্গিস খানম জানান, তার বিরুদ্ধেযে সকল অভিযোগে এনে মানববন্ধন করা হয়েছে তা সবই মিথ্যা। স্থানীয় কয়েকজন ব্যক্তি ব্যক্তিগত শক্রতার কারণেই শিক্ষার্থীদের দিয়ে এ কাজ করিয়েছে।
উল্লেখ্য গতকাল শনিবার প্রধান শিক্ষক শিক্ষক নার্গিস খানমের অপকর্মের প্রতিবাদ জানিয়ে ক্লাশ বর্জণ করে ছিল কোমল মতি শিশু শিক্ষার্থীরা।

Print Friendly, PDF & Email

About kholabazar 24