Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১২সেপ্টেম্বর,২০১৯ঃ প্রাণীজগতে ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের কথা প্রায়ই শোনা যায়। সম্প্রতি বানর আর বিড়ালের এ ধরণের এক বন্ধুত্বের খবর পাওয়া গেছে। বিষয়টি এবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বেশ আলোচিত হচ্ছে।

গত সপ্তাহে থাইল্যান্ডের এক ব্যক্তি ফেসবুকে বানর ও বিড়ালের অবাক করা এক বন্ধুত্বের কিছু ভিডিও ও ছবি শেয়ার করেন।

এতে দেখা যায়, থাইল্যান্ডের একটি আবাসিক এলাকার বাড়ির ছাদ, গাছ বেয়ে একটি বানর এগিয়ে চলেছে। তার হাত ধরে আছে এক বিড়ালছানা। বানরটি যেখানেই যায়, সেখানেই নিয়ে যাচ্ছে ছানাটিকে।

একপর্যায়ে দেখা যায়, ওই বানর তাকে কোলে তুলে ঘুম পাড়ানোর চেষ্টা করছে।

অন্য এক ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে ক্লান্ত আর ক্ষুধার্ত ছানাটি খাবারের জন্য ম্যাঁও ম্যাঁও করতে থাকে।
সেসময় বানরটি তাকে নিজের প্রিয় খাবার কলা খাওয়ানোর চেষ্টা করে। কলার চামড়াও খুলে দেয়। কিন্তু বেচারা বিড়াল কী আর কলা খেতে পারে! তাই বাধ্য হয়ে মুখ ফিরিয়ে নেয়।

এদিকে ভিন্ন এ দুই প্রাণীর বন্ধুত্ব অনেক মানুষকেই গভীরভাবে স্পর্শ করেছে। ফেসবুকে এই ছবি ও ভিডিও শেয়ার হওয়ার পরপরই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।