খােলাবাজার ২৪,রবিবার,১৫সেপ্টেম্বর,২০১৯ঃমেহেদী হাসান,জবিঃ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) শিক্ষার্থীরা র্যাব কর্তৃক মারধরের বিচারের দাবিতে আজ সকাল ৮ঃ০০ টার দিকে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে রাস্তা অবরোধ করেন।
গত বৃহস্পতিবার হানিফ ফ্লাই ওভারে সাইড চাওয়া নিয়ে র্যাব-১০ কর্তৃক ৫জন আহত হন। এরপর থেকেই বিচারের দাবীতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সোসিয়াল মিডিয়ায় সহ বেশ আলোচনা চলছে। ক্যাম্পাস শুক্রশনি বন্ধ থাকায় আজ তারা বিচারের দাবীতে রাস্তায় নামেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য মতে, ” র্যাব-১০ সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের উপর চড়াও হয় যেখানে আমাদের কোন অপরাধই ছিল। রাস্তার মাঝখানে গাড়ী রেখে যাত্রী উঠানো কি ঠিক ছিল? দু তিন বার হর্ণ দিয়েও কাজ না হলে তাদের কে সাইড করতে বলা হয়। অথচতারা আমাদের মারধর করেন।”
শিক্ষার্থীরা তাদের দাবী সম্পর্কে বলেন, যারা এই কাজ করে করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে আমাদের সামনে এসে। তাছাড়া আমরা অবস্থান ছাড়বোনা।
জবি প্রক্টর মোস্তফা কামাল এসে বিষয়টি কন্ট্রলে আনার চেষ্টা করেন এবং আন্দোনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিষয়টি দুঃখ জনক। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা খুব দ্রুতই আসবেন জবিতে এবং এই ঘটনার একটি সুষ্ঠ সমাধান দেবেন।
শিক্ষার্থীদের উপর হওয়া হামলার বিচার না হওয়া অবদী রাস্তায় থাকবেন বলে জানান তারা। এসময় বিভিন্ন স্লোগানে আশে পাশের এলাকা উত্তাল হয়ে ওঠে। ফলে সদরঘাট গামী, ধোলাইখাল এবং মাওয়া গামী রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উত্তরণ-২ বাসটি সায়দাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌঁছানোর পর র্যাব-১০ এর গাড়ি (ঢাকা মেট্রো চ- ৫৩২২৩৭) রাস্তায় দাঁড় করিয়ে লোক নামাতে শুরু করে। এ সময় বাসের শিক্ষার্থীরা গাড়ি সরাতে বললে কথা কাটাকাটির এক পর্যায়ে র্যাব-১০ শিক্ষার্থীদের ধাওয়া করে এবং মারধর করে। এ সময় র্যাব-১০ অনেক শিক্ষার্থীকে জোর করে গাড়িতে তুলে নেয় ও তাদের মারধর করে। এসময় ৫জন আহত ও একজনের চোখে মারাত্মকভাবে আঘাত লাগে।