খােলাবাজার ২৪,রবিবার,১৫সেপ্টেম্বর,২০১৯ঃ অদ্য ১৫-৯-২০১৯ তারিখ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর প্রশিক্ষণ কেন্দ্রে সিনিয়র অফিসারদের জন্য ১৫ (পনের) দিন ব্যাপী ১৩তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব দেবাশীষ চক্রবর্ত্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএইচবিএফসি’র জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক জনাব মোঃ জাহিদুল হক। এ সময় অন্যান্য মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণ কোর্সে বিএইচবিএফসি’র বিভিন্ন অফিসের ৪৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।