খােলাবাজার ২৪,মঙ্গলবার,১৭সেপ্টেম্বর,২০১৯ঃআব্দুল আউয়াল,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বানারীপাড়ায় প্রতিবন্ধি অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের আয়োজনে ওই কর্মশালায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল আলোচক ছিলেন ঈ.জ.চ ’র প্রকল্প ম্যানেজার মো. মিজানুর রহমান। উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি মো. সেকান্দার আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কর্মশালায় বক্তৃতা করেন, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবকার ছিদ্দিক, হাইকেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা মো. আব্দুল হাই বক্স, সাংবাদিক এস মিজানুল ইসলামকারিতাসের ম্যানেজার মো. আবু হানিফ,সহকারী শিক্ষা অফিসার মো.হোসনেয়ারা, যুবউন্নয়ন কর্মকর্তা শানায়ারা পারভীন ও এসআই ওসমান গনী। এছারাও মহিলা অধিদপ্তরের পক্ষে আলোচনা করেন প্রশিক্ষক নওরীন আক্তার তিনি তার বক্তব্যে সরকারের সাফল্য তুলে ধরেন