
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অন্যায় করে টিকে থাকা যায় না। ফেরাউন, নমরুদ, আইয়ুব খানরাও পারেনি। হাজার চেষ্টা করেও দুর্নীতি ঢেকে রাখতে পারছে না সরকার।
বিএনপি মহাসচিব বলেন, ‘মানব সভ্যতার দিকে তাকান, এইভাবে নির্যাতন করে, নিপীড়ন করে, গুম করে, হত্যা করে কেউ চিরদিন টিকে থাকতে পারেনি। ফেরাউন পারেনি। নমরুদ পারেনি। হিটলার পারেনি। আইয়ুব ঝান পারেনি। এরশাদ পারেনি। কেউই টিকতে পারেনি।’
মির্জা ফখরুল বলেন, ‘রোহিঙ্গা ১০ লাখ ঢুকেছে। তাদের জন্য একটা শক্ত কথা মিয়ানমারকে বলতে পারে না। আজকে আমাদের পক্ষে কেউ নেই? চীন, আমেরিকা, ভারত যারা আমাদের বন্ধু, তারা কোথায়? আসামে ১৯ লাখ লোককে বাদ দেয়া হয়েছে।
আসামের এক মন্ত্রী বলেছেন, এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আমরা ভারত সরকারেকে বিশ্বাস করতে চাই।’
মির্জা ফখরুলের অভিযোগ ক্ষমতাসীনরা সীমাহীন দুর্নীতি করছে। যার কিছু কিছু বেড়িয়ে আসতে শুরু করেছে।