
খােলাবাজার ২৪,মঙ্গলবার,১৭সেপ্টেম্বর,২০১৯ঃ জাতীয় পরিচয়পত্রের ছোটখাটো ভুল ছাপিয়ে এবার বড় ধরনের ভুল নজরে এসেছে। যেখানে পিতার নামার জায়গায় লেখা রয়েছে আওয়ামী লীগ।
সম্প্রতি ফেসবুকে একটি স্মার্টকার্ড ভাইরাল হয়েছে। এ নিয়ে ফেসবুকে চলছে হৈচৈ।
জানা যায়, শেরপুরের মো. লিটন মিয়ার স্মার্টকার্ডে পিতার নামের ক্ষেত্রে এমনটি লেখা রয়েছে। সেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে চলছে মানুষের নানা মন্তব্য।
ভাইরাল হওয়া স্মার্টকার্ডে দেয়া তথ্য অনুযায়ী, লিটন মিয়ার বাড়ি শেরপুর জেলার নকলা পৌরসভার ইসবপুর গ্রামে।
তবে ফেসবুকে লিটন মিয়ার ভাইরাল হওয়া স্মার্টকার্ডটি সঠিক কিনা এ বিষয়ে নির্বাচন কমিশনে খোঁজ নিয়ে জানা যায়, ইসির তথ্য ভাণ্ডারেও রয়েছে এমন তথ্য। নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে তার পিতার নাম ‘মৃত আওয়ামী লীগ’ লেখা রয়েছে।
এ বিষয়ে ইসির একজন কর্মকর্তা জানান, বিষয়টি অস্বাভাবিক লাগছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি সংশোধনের আবেদন করলে আমরা সে বিষয়ে ব্যবস্থা নেবো।