Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার,১৮সেপ্টেম্বর,২০১৯ঃ ১৬ সেপ্টেম্বর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের নবীনবরণ ২০১৯, ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো: জহিরুল ইসলাম (অব.), প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যামিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষা র্বোড, ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টস এফেয়ার্স এর পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু । প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ তথা ড্যাফোডিল পরিবার কর্তৃক পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের আগামী দিনের দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে তার পছন্দনীয় বিষয়েই পড়ালেখা করে ভাল ফলাফল অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন। এ বিষয়ে তিনি অভিভাবক, প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের সঠিক সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল কলেজের শিক্ষার্থীদের কর্তৃক পরিবেশিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।