
এছাড়াও যুক্তরাষ্ট্র সফরে শেখ হাসিনা ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ নামের অপর এক সম্মাননা গ্রহণ করবেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ ২৬ সেপ্টেম্বর ‘অ্যান ইভনিং টু অনার হার এক্সিলেন্সি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করবে, যেখানে প্রধানমন্ত্রী ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’গ্রহণ করবেন বলে জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হবে।
রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা পেশ করতে পারেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।