Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, মঙ্গলবার, ২৪সেপ্টেম্বর, ২০১৯ঃ স্মার্ট ভিভো ভি ১৭ প্রো! কয়েকদিন ধরে রাজধানীর বেশ কয়েকটি মার্কেটে ভি১৭প্রোর ব্রান্ডিং দেখা যাচ্ছে। তবে নতুন ফোনটি দেশের বাজারে ছাড়বে কিনা এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ভিভো বাংলাদেশ।

জানা যায়, ক্যামেরাসহ কয়েকটি ফিচারে অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে ভি১৭ প্রো মোবাইলে। বাজারে ছাড়ার আগে নতুন চমক প্রকাশ করতে চাচ্ছে না কোম্পানিটি।

নতুন ফোনে ক্যামেরার সংখ্যা ও রেজ্যুলেশন ডেপথে বড় পরিবর্তন আনছে ভিভো। পপআপ প্রযুক্তি ছাড়াও নানা বৈচিত্র্য রয়েছে ভিভোর ভি সিরিজের এ নবম ফোনটিতে।

ভি১৭ প্রো ভিভোর ভি সিরিজের নবম ফোন। ভি১৭ প্রোতে ৮ জিবি র্যা ম ও ১২৮ জিবি রম রয়েছে। এছাড়াও, কানেকটিভিটির জন্যে ভি১৭ প্রোতে টাইপ সি ক্যাটাগরির ইউএসবি যুক্ত করেছে ভিভো। তথ্যের নিরাপত্তার জন্যে ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি। যুক্ত করা হয়েছে ফেস আনলক প্রযুক্তিও।

স্মার্টফোনের ক্যামেরা বৈচিত্র্য ও স্টাইলের ওপর গুরুত্ব দিয়ে প্রতি বছরই নতুন নতুন প্রযুক্তি যুক্ত করে বহুজাতিক চীনা প্রযুক্তি কোম্পানি ভিভো। স্মার্টফোনে সর্বপ্রথম এলিভেটিং ক্যামেরা যুক্ত করার পর এ বছর ভিভোর কয়েকটি ফোনে যুক্ত হয় পপআপ সেলফি ক্যামেরা। আর গেমস খেলার দূর্দান্ত অভিজ্ঞতা দিতে মোবাইলের ডিসপ্লে ও ব্যাটারির ওপরেও গুরুত্ব দিয়ে থাকে চীনা এ প্রযুক্তি প্রতিষ্ঠান।