খােলাবাজার ২৪,বুধবার,২৫সেপ্টেম্বর,২০১৯ঃ নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের দেয়া মধ্যাহ্নভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময়ের পর বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের মধ্যাহ্নভোজে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে একই টেবিলে বসে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।