দেশটির সংবাদমাধ্যম নিউজ ট্র্যাক এক প্রতিবেদনে জানায়, বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর। এতে সমস্যায় পড়েছে সেখানকার সাধারণ মানুষ। বাড়িতে বন্যার পানি ঢুকে পড়ায় সবাই যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ব্যস্ত, ঠিক সে সময় বন্যার পানিতে আনন্দ মেতেছেন এক দম্পতি।
বাড়িতে ঢুকে পড়া বন্যার পানিতে আনন্দে মেতেছেন তাঁরা।
এদিকে, সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই দম্পতির বাড়িতে কোমর সমান পানি। তাতে দাঁড়িয়েই প্রেমে মজেছেন তারা। জল নিয়ে ছুড়ছেন একে অন্যের দিকে। প্রেমের পাশাপাশি বন্যার জলেই স্ত্রীকে সাঁতারের কৌশল শেখাচ্ছেন স্বামী। তবে কোন অঞ্চলে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া জানা যায়নি।
তবে এক ভিডিওতে ওই নারীকে দেখা যাচ্ছে নীল রঙের শাড়িতে। আবার অন্য একটি ভিডিওতে তার পরনে দেখা যাচ্ছে লাল রঙের শাড়ি। তাই স্বামী-স্ত্রী ভিডিও বানানোর জন্যই ওই আনন্দ করছিলেন না কি, সে প্রশ্নও করেছেন অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী।