
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রকাশিত সূচি অনুযায়ী টি-টুয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের ভারত সফর।
আগামী ৩, ৭ ও ১০ নভেম্বর তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে দিল্লী, রাজকোট এবং নাগপুরে।
এরপর ১৪ নভেম্বর ইন্দোরে অনুষ্ঠিত হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ২২ নভেম্বর কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
একনজরে বাংলাদেশ দলের ভারত সফরের সময়সূচি-
- টি-টুয়েন্টি সিরিজ
০৩ নভেম্বর : প্রথম টি-টুয়েন্টি- দিল্লী (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা)
০৭ নভেম্বর : দ্বিতীয় টি-টুয়েন্টি- রাজকোট (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা)
১০ নভেম্বর : তৃতীয় টি-টুয়েন্টি- নাগপুর (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা) - টেস্ট সিরিজ:
১৪-১৮ নভেম্বর- প্রথম টেস্ট- ইন্দোর (বাংলাদেশ সময় সকাল ১০টা)
২২-২৬ নভেম্বর- দ্বিতীয় টেস্ট- কলকাতা (বাংলাদেশ সময় সকাল ১০টা)