
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,২৬সেপ্টেম্বর,২০১৯ঃ ভোররাতে প্রচন্ড শব্দে হঠাৎ ঘুম ভেঙে উঠল বাসিন্দাদের। যতক্ষণে শব্দের উৎসের দিকে সবাই ছুটে যান সকলে, দেখা যায় ডিগার ব্যবহার করে রাস্তার ধারের এটিএমের কাউন্টার ভাঙছে একদল মুখোশধারী। তারপর এটিএমের টাকার ভল্ট সোজা তুলে নেওয়া হল পাশে রাখা একটি গাড়ির ছাদে। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি নিয়ে চম্পট দিল মুখোশধারীদের দল।
সম্প্রতি ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে স্থানীয় প্রশাসন। তারপরেই তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।