Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪, শুক্রবার, ২৭সেপ্টেম্বর, ২০১৯ঃ পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারি গ্রামে মিজান নামে এক ব্যক্তির বাসায় ডাকাতির সময় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। মিজান উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন আহম্মেদের ভাই। স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য জানান।
গ্রেফতার ছয়জন হলেন—স্বরূপকাঠী উপজেলার ডুবি এলাকার মনসুর মাঝির ছেলে জাহারুল মাঝি ওরফে ছাইদুর, পঞ্চবেকি এলাকার ইসমাইল তরফদারের ছেলে ছান্টু মিয়া, বানারীপাড়া উপজেলার বালিপাড়া এলাকার আজিজ সরদারের ছেলে বাদশা, কচুয়া এলাকার আব্দুর রহমানের ছেলে লিটন, নরসিংদীর মাধবদী এলাকার ইয়াজ উদ্দিনের ছেলে শাহজাহান ও রাজবাড়ী জেলার রামকান্তপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন।

ওসি জানান, বৃহস্পতিবার গভীর রাতে মুখোশ পরে ডাকাত দলের ৫-৭ জন সদস্য মিজানের ঘরে ঢুকে গৃহকর্তাকে বেঁধে ফেলেন। অন্যদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করেন। এরপর আলমারি ও শোকেস ভেঙে নগদ প্রায় এক লাখ টাকাসহ ৫-৬ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। ডাকাতির খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে, পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে পাহারা বসায়। এসময় ছারছিনা এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের বরিশাল সিটি করপোরেশনের গড়িয়ারপাড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আরও জানান, ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত ৪৮ হাজার ৫০০ টাকা, বেশ কিছু স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নেছারাবাদ-কাউখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।