খােলাবাজার ২৪, শুক্রবার, ২৭সেপ্টেম্বর, ২০১৯ঃপিরোজপুরের মাছিমপুরে ফেন্সিডিলসহ একটি গাড়ি জব্দ করেছে পিরোজপুর সদর থানা পুলিশ । আজ শুক্রবার পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ মাছিমপুর এলাকা থেকে একটি গাড়ী থেকে ৭ টি বস্তায় ৭ শত ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
পিরোজপুর সদর থানার এস.আই মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পৌর এলাকার মাছিপুরের যুব উন্নয়নের প্রশিক্ষন কেন্দ্রের পাশে রাস্তায় থেমে থাকা একটি গাড়ীতে তল্লাশী চালিয়ে পুলিশ গাড়ীর ৭টি বস্তায় ভিতরে থাকা ৭ শত ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে পুলিশ গাড়ীটি জব্দ করে পিরোজপুর সদর থানায় নিয়ে যায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাতে পুলিশের অভিযান চলার কারনে মাদক ব্যবসায়ীরা পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে গাড়ীতে ফেন্সিডিল রেখে পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ফেন্সিডিলসহ গাড়ীটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় আইন গত ব্যবস্থা গ্রহণ সহ জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।