Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,৩০সেপ্টেম্বর,২০১৯ঃ পুলিশ পাহারায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি খোন্দকার নাসিরউদ্দিন ক্যাম্পাস ছেড়েছেন। রোববার রাত সাড়ে নয়টার দিকে ভিসি তার আবাসিক ভবন থেকে নিজ গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা হন। এ সময় তার গাড়ির সামনে একটি পুলিশের গাড়ি ছিল।

অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলেন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি ভিসিকে প্রত্যাহার করার সুপারিশ করে। এমন পরিস্থিতিতে রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়লেন তিনি।

ক্ষমতার অপব্যবহারসহ ‘অনিয়মের’ নানা ঘটনায় আলোচিত এই ভিসির ক্যাম্পাস ত্যাগের সময় শিক্ষার্থীরা উল্লাস করেছেন। তবে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি সেখানে। অনেকটা নির্বিঘ্নেই তিনি চলে যান বলে ওসি জানিয়েছেন সংবাদমাধ্যমকে।