
অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলেন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি ভিসিকে প্রত্যাহার করার সুপারিশ করে। এমন পরিস্থিতিতে রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়লেন তিনি।
ক্ষমতার অপব্যবহারসহ ‘অনিয়মের’ নানা ঘটনায় আলোচিত এই ভিসির ক্যাম্পাস ত্যাগের সময় শিক্ষার্থীরা উল্লাস করেছেন। তবে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি সেখানে। অনেকটা নির্বিঘ্নেই তিনি চলে যান বলে ওসি জানিয়েছেন সংবাদমাধ্যমকে।