Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,৩০সেপ্টেম্বর,২০১৯ঃ পিরোজপুরের ঝাটকাঠী এলাকা থেকে সাবেক এক ছাত্রলীগ নেতার ঘর থেকে ৩০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নগদ প্রায় ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ শুভ ও তার সহযোগী সঞ্জয় কুমার বসুকে আটক করেছে।

পুলিশ জানিয়েছেন, শুভ পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রসংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। সঞ্চয় পৌরসভার আলামকাঠী গ্রামের রনজিৎ কুমার বসুর ছেলে। শুভ সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বড়জালা গ্রামের মৃত আশ্রাফ আলী খানের ছেলে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, পুলিশের একটি দল রোববার রাত ৮টা থেকে শুভর ঝাটকাঠী এলাকার বাসা ঘিরে রেখে ব্যাপক তল্লাশি চালায়। রাত ১১টার দিকে তার শোবার ঘরে বক্স খাটের নিচে অভিনব কায়দায় রাখা ৩০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং বাসার আলমারি থেকে নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।