Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,৩০সেপ্টেম্বর,২০১৯ঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাস থেকে সেলিম প্রধান নামে এক যাত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা  রক্ষাকারী বাহিনী। জানা গেছে, সেলিম বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর কান্ট্রি হেড। তার বাড়ি নারায়ণগঞ্জে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিট বিমানে হাজির হলে ফ্লাইট ছাড়তে ৩টা বেজে যায়।

বিমান সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য বিজনেস ক্লাসের ওই যাত্রীকে নামিয়ে নিয়ে যায়। আটক সেলিম প্রধানের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অনলাইন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত বলে একটি সূত্রে জানা গেছে।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার আটকের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।