Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার,২অক্টোবর,২০১৯ঃতোফাজ্জল হোসেনঃ নরসিংদীতে ২ অক্টোবর আন্তজার্তিক অহিংস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সুজন-সুশাসনের জন্য নাগরিক নরসিংদী জেলা শাখার উদ্যোগে নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখে এক মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুজনের জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্র্য্যকান্ত দাস। সুজনের জেলা কমিটির সাধারন সম্পাদক হলধর দাসের সঞ্চাঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনজিল এ মিল্লাত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনকাউন্সিলর ইয়াসমিন সুলতানা, রায়হানা সুলতানা,মোসলেহ উদ্দিন মাষ্টার, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,পরিমল রায়, মোস্তাক আহমেদ, সতিশ রঞ্জন দাস,সাংবাদিক তোফাজ্জল হোসেন,,মোস্তাক আহমেদ,সফিকুল ইসলাম প্রধান, মাহফুজুল আলম নাইম,মোঃ এবাদুল্লা,মোঃ আমজাদ হোসেন প্রমুখ সুজনের নেতৃবৃন্দ। সুজনের এবারের শ্লোগান ছিল আন্তজার্তিক অহিংস দিবস-সফল হোক,সার্থক হোক,সংঘাত নয়-ঐক্যের বাংলাদেশ গড়ি,সহিংসতা বন্ধ করি-সস্প্রীতির বাংলাদেশ গড়ি,অহিংস নীতি গ্রহণ করি- শান্তির দেশ গড়ে তুলি,অহিংস নীতি গ্রহণ করি- শান্তি সম্প্রিতির বিশ্ব গড়ি, মানবতার প্রতি বিশ্বাস রাখি-সহিংতা বন্ধ করি, অহিংস নীতির শক্তি-বিধ্বংসী অস্ত্রের চেয়েও কার্যকরী,হিংসা বিদ্বেষ ত্যাগ করি-সামাজিক সম্প্রীতি গড়ে তুলি,সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করি-শান্তি ও সম্প্রিতির বাংলাদেশ গড়ি, ভোগের সংস্কৃতি বর্জন করি-ত্যাগের সংস্কৃতি গড়ে তুলি,ভোগবাদিতা নয়-রাজনীতিতে চাই ত্যাগের সংস্কৃতি,গণতান্ত্রিক চেতনা লালন করি- শান্তিময় দেশ গড়ি, দৃর্বৃত্তায়িত রাজনীতি নয়- শান্তি প্রতিষ্ঠায় চাই আদর্শবাদী রাজনীতি।