Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,২অক্টোবর,২০১৯ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বুধবার বিকেলে তিনি ফোন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফোনে তারা কুশলাদি বিনিময় করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানান।

সম্প্রতি লন্ডনে শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার হয়েছে। জাতিসংঘ সাধারণ অধিবেশন থেকে ফেরা শেখ হাসিনা বৃহস্পতিবার ভারত সফরে যাচ্ছেন। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছিল শেখ হাসিনার।

ইমরান খান জাতিসংঘ অধিবেশনে যোগ দিলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কোনো বৈঠক হয়নি।

উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত-পাকিস্তান সম্পর্ক অবনতিশীল। এই বছরের শুরুতে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থাও তৈরি হয়েছিল। জাতিসংঘের সাধারণ অধিবেশনেও দুই দেশ পরস্পরকে আক্রমণ করে বক্তব্য শানিয়েছে।