পাকিস্তানের করাচি স্টেডিয়ামে শ্রীলংকার ব্যাটিং তাণ্ডব। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত। দ্বিতীয় ম্যাচে জিতে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিক পাকিস্তান। বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে ট্রফিতে ভাগ বসাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন শ্রীলংকার ব্যাটসম্যানরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৪০.৫ ওভারে ৩ উইকেটে ২২৫ রান। ১২৭ বলে ১২৪ রানে ব্যাট করছেন লংকান ওপেনার ধানুস্কা গুনাথিলাকা। ৩৮ বলে ৩৬ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান মিন্ড ভানুকা।
মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজদের গতি আর শাদাব খানের লেগ স্পিনকে রীতিমতো শাশিয়ে সেঞ্চুরি করেছেন ধানুস্কা গুনাথিলাকা। দুই বছরের ব্যবধানে ওয়ানডে ক্রিকেটে ৩৮তম ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন শ্রীলংকান এ ওপেনার।
বুধবার করাচির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে সফরকারী শ্রীলংকা। আগের ম্যাচে হেরে ১-০তে পিছিয়ে থাকা লংকান দলটি সিরিজ বাঁচাতে নেমে শুরুতেই অভিস্কা ফার্নান্দোর উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়।
দলীয় ১৩ রানে অভিস্কার বিদায়ের পর অধিনায়ক লাহিরু থিরিমান্নেকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অন্য ওপেনার ধানুস্কা গুনাথিলাকা। দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন লংকান অধিনায়ক। মোহাম্মদ নওয়াজের শিকারে পরিনত হওয়ার আগে ৫৩ বলে ৩৬ রান করেন থিরিমান্নে।
এরপর অ্যাঞ্জেলো পেরেরার সঙ্গে ৫০ রানে জুটি গড়েন গুনাথিলাকা। ২৫ বলে ১৩ রানে আউট হন অ্যাঞ্জেলো পেরেরা। তবে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান গুনাথিলাকা।
ইনিংসের শুরু থেকে বলে বলে রান করে যাওয়া গুনাথিলাকা ১০০ বলে ১২টি চার ও এক ছক্কায় শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। এর আগে ২০১৭ সালে শ্রীলংকার হাম্বানটোটায় জিম্বাবুয়ের বিপক্ষে ১১৫ রান করেন তিনি।