Sat. Aug 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,৩অক্টোবর,২০১৯ঃ প্রায় দুই মাস বন্ধ থাকার পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে খুলছে স্কুল। জম্মু ও কাশ্মীর প্রশাসনের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ওই অঞ্চলের সব স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু করার কথা।

গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের পর থেকে কারফিউ জারি করায় বন্ধ ছিল সেখানকার স্কুলগুলো।

উপত্যকার সব ডেপুটি কমিশনার এবং স্কুল শিক্ষা বিষয়ক পরিচালক বশির আহমেদ খান সোমবার বৈঠক করে এই সিদ্ধান্ত নেন।

তিনি জানান, এই দুই মাস যেন শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টিউশন ফি বা পরিবহন ফি নেওয়া না হয়। খবর এনডিটিভির।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিশ্চিত করতে বলেন, বৃহস্পতিবার যেন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করে।

আগামী ৯ অক্টোবর খুলবে কাশ্মীরের সব কলেজ। এর আগেও স্কুলগুলো খোলা হলেও শিক্ষার্থীরা উপস্থিত হয়নি। শুধু শিক্ষক আর কর্মীরা গিয়েছিলেন স্কুলে।

সোমবার বৈঠকে জানানো হয়, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। তাই শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যরকম