
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসতে শুরু করেছে ২ শ’ ট্রাক পেঁয়াজ। পুরনো এলসির হলেও গত কয়েকদিন অনুমতির অপেক্ষায় ভারতের অভ্যন্তরে মোহদিপুর স্থলবন্দরে আটকে ছিল আটকে ট্রাক।
শনিবার (০৫ অক্টোবর) বেলা ১২টার পর বন্দরে, একে একে বাংলাদেশে প্রবেশ করতে থাকে ট্রাকগুলো। বিকেল ৩টা পর্যন্ত ভারতীয় ৫৫টি পেঁয়াজ ভর্তি ট্রাক প্রবেশ করে সোনামসজিদ স্থলবন্দরে।
ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজার বন্ধের সময় দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে নির্ধারিত মূল্যে প্রচুর পেঁয়াজের এলসি করেছিলেন বন্দরের ব্যবসায়ীরা।
হঠাৎ করে গত রোববার ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করায় ভারতের অভ্যন্তরে আটকে যায় ২৮ সেপ্টেম্বরের আগে এলসি করা ২শ’ টি পেঁয়াজ বোঝাই ট্রাক। অনুমতির পর নানা প্রক্রিয়া শেষে আজ সেই ট্রাকগুলোই বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।