Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,রবিবার,০৬অক্টোবর,২০১৯ঃ আফগানিস্তানে ৫০ জন তালেবান নিহত হয়েছে। প্রদেশিক সরকারের মুখপাত্র জাওয়াদ হাজারি জানান, শনিবার (৫ অক্টোবর) উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশের বাখারাক জেলায় স্থল ও বিমান হামলায় অন্তত ৫০ জন তালেবান নিহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিনহুয়াকে তিনি বলেন, তালোকান শহর বর্তমানে তালেবান মুক্ত। এখানে তালেবানদের কোন হুমকি নেই।

প্রায় ১০ দিন আগে তারা আকস্মিক হামলা চালিয়ে বাখারাক জেলার বেশিরভাগ অংশ দখলে নিয়েছিল। তারা প্রাদেশিক রাজধানী তালোকান শহর কবজায় আনার চেষ্টা করছিল।

তবে সরকারি বাহিনীর গত তিন দিনের বিশাল অভিযানে ৫০ সশস্ত্র তালেবান সদস্য নিহত ও আরও ৩৭ জন আহত হলে তালেবান। অপরদিকে তাদের পাল্টা আক্রমণে সরকারি বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে ছয়জন।

সরকারি বাহিনীর এ অভিযানে তালেবানরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পাশ্ববর্তী খাজাগড় জেলায় পালিয়ে যায়। জাওয়াদ হাজারি জানান, নিরাপত্তা বাহিনী শান্তি বজায় রাখতে শিগগিরই খাজাগড় জেলাতে অভিযান শুরু করবে। এ বিষয়ে তালেবান যুদ্ধারা এখনো কোনো মন্তব্য করেনি।