Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার ,০৮ অক্টোবর,২০১৯ঃ পিরোজপুর জেলার ভান্ডারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ভিটাবাড়িয়া গ্রামের জলিল ব্যাপারীর মেয়ে বিথি আক্তার ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

বিথি আক্তারের বাবা জলিল ব্যাপারী জানান, গত এক মাস আগে বিথির ব্লাড ক্যান্সার ধরা পরেছে বিথির স্বাস্থের অবস্থা অনেক খারাপ। বিথি এখন সিরাজ খালেদা ক্যান্টনমেন্ট বোর্ড মেমোরিয়াল হাসপাতাল, ঢাকা সেনানিবাসে চিকিৎসাধীন আছে। বিথি আক্তারকে  বাঁচতে হলে ১৫/২০ লাখ টাকার প্রয়োজন্।

বিথির বাবা একজন সামান্য দিনমজুর এরই মধ্যে মেয়ের ক্যান্সারের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ভান্ডারিয়া থানার ভিটাবাড়িয়া গ্রামের জলিল ব্যাপারী।

দ্রুত বিথি আক্তারের ব্লাড ক্যান্সারের চিকিৎসা প্রয়োজন। বিথি আক্তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মেয়েকে বাঁচাতে বিথি আক্তারের বাবা জলিল ব্যাপারী সমাজের বৃত্তবান মানুষের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন।

বিথি আক্তারকে বাতাতে আপনারা সাহায্য পাঠা্তে পারেন, বিথী আক্তারের পিতাঃ আব্দুল জলিল ব্যাপারী গ্রামঃ ও পোস্টঃ উত্তর শিয়ালকাঠী, থানাঃ ভান্ডারিয়া, জেলাঃ পিরোজপুর (০১৭২৮৯৬৩৮০০)।

ব্যাংক একাউন্ট্‌, মেহেদি হাসান, সঞ্চয়ী হিসাব নং ২৩১ ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখা, পিরোজপুর। বিকাশ নং ( Personal) ০১৭৬৫৩৬৫৪৫৬ (সবুজ ভাই) ০১৭২৯৩১৬৩৮০ (ইমন মামা)।