
সম্প্রতি টুইটারে ডিভাইসটির দাম ফাঁস করেছেন ইভান ব্লাস। তিনি জানান, পিক্সেল ৪-এর ৬৪ গিগাবাইট সংস্করণের বাজার মূল্য শুরু হবে ১০৪৯.৯৫ কানাডিয়ান ডলার। আর ডিভাইসটির ১২৮ গিগাবাইট মডেলের দাম বলা হয়েছে ১১৯৯.৯৫ কানাডিয়ান ডলার।
এছাড়া পিক্সেল ৪ এক্সএল-এর ৬৪ গিগাবাইট মডেলের বাজার মূল্য বলা হচ্ছে ১১৯৯.৯৫ কানাডিয়ান ডলার এবং ১২৮ গিগাবাইট মডেলের দাম ১৩৫৯.৯৫ কানাডিয়ান ডলার।
জানা গেছে, নতুন পিক্সেল ডিভাইসে ছয় গিগাবাইট র্যামের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর রাখা হবে। ডিভাইস্টির পেছনে থাকবে ডুয়াল ক্যামেরা ব্যবস্থা। এর মধ্যে মূল সেন্সরটি ১২ মেগাপিক্সেল এবং অন্যটি ১৬ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। পিক্সেল ৪ ও পিক্সেল ৪ এক্সএলে বেশ কয়েকটি নতুন ফিচারের দেখা মিলবে।
এদিকে আগামী ১৫ অক্টোবর এক ইভেন্ট ফোন দুটি উন্মোচন করতে পারে গুগল।