খােলাবাজার ২৪,শুক্রবার,১১অক্টোবর,২০১৯ঃনিজস্ব প্রতিবেদক: অক্টোবর মাস আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সচেতনতা মাস। এ উপলক্ষ্যে রূপালী ব্যাংক লিমিটেড তার সকল পর্যায়ের কর্মকর্তাদের মাসব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ শুক্রবার রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে আইটি কর্মকর্তাদের দু’দিনব্যাপী সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে এ মাসকে ব্যাংকের সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে ঘোষণা দেন। তিনি বলেন, রূপালী ব্যাংককে ডিজিটালি এক নাম্বার ব্যাংক হিসেবে গড়ে তোলা হবে। এমডি আরও বলেন, ব্যাংক যতবেশি প্রযুক্তি সমৃদ্ধ হবে তত বেশি সাইবার ঝুকিতে থাকবে। তাই সাইবার ঝুকি মোকাবেলায় কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষেই এই প্রশিক্ষণ। আইটি কর্মকর্তাদের প্রশিক্ষণের পর পর্যায়ক্রমে নির্বাহী কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআইবিএম এর সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম, রাইট টাইম লিমিডেট এর সিইও তৌহিদুর রহমান ভূইয়া, রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল সালমা বানু, ডিজিএম সাফায়েত হোসেনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা ।