
নিহত কাউছার ওই এলাকার পিকআপ ভ্যান চালক মো: রাসেলের ছেলে ও লোকমানিয়া হাফিজিয়া মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে স্বপ্নার স্বামীর দ্বিতীয় বিয়ে ও পারিবারিক অর্থনৈতিক সংকট নিয়ে তাদের সংসারে কলহ-বিবাদ চলে আসছিল। রাতে শিশুটি তার মায়ের কাছে ১০ টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় শিশুটির লাশ উড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ সন্দেহজনকভাবে তার মাসহ চার জনকে আটক করে থানায় নিয়ে আসে। একপর্যায়ে স্বপ্না শিশুটিকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন।
এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।