তিনি বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়া হয়েছে, তাহলে এখনো আন্দোলন কেন? যেহেতু সরকার তড়িৎ ব্যবস্থা নিয়েছে, সব দাবি মেনে নেয়া হয়েছে অহেতুক আন্দোলন না করে ক্লাসে ফিরে যাওয়া উচিৎ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে আলাপকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আবরারের পরিবার গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, যতদ্রুত সম্ভব অপরাধীদের বিচার হবে। আইনমন্ত্রীকেও বলেছেন যতো দ্রুত সম্ভব অপরাধীদের বিচার করতে হবে। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়া হয়েছে, তাহলে এখনো আন্দোলন কেন। যেহেতু সরকার তড়িৎ ব্যবস্থা নিয়েছে, সব দাবি মেনে নেয়া হয়েছে অহেতুক আন্দোলন না করে পড়াশোনায় মনোনিবেশ করা উচিত।
ওবায়দুল কাদের বলেন, আবরারের ঘটনার সঙ্গে যারা জড়িত আমার মতে ততাদের মৃত্যুদন্ড হওয়া উচিত, আদালত সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু সেখানে তো কয়েকজন মেধাবি ঝড়ে গেল। অপরাধীদের মধ্যে ভ্যান চালকের সন্তানও আছে। এটা তো দেশের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, আবরার হত্যাকান্ড নিয়ে উদ্বেগ নেই তাদের (বিএনপি)। এটাকে তারা আন্দোলনের ইস্যু বানাতে চাইছে। এটা নিয়ে তারা আন্দোলন করতে চায়। নইলে তারা এটি নিয়ে কেন উস্কানি দিচ্ছে।
আবরার হত্যাকান্ডের ঘটনায় সরকার ও দল বিব্রত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আবরার হত্যাকান্ড সরকার ও দলের জন্য বিব্রতকর। কারণ ক্ষমতাসীন দলের ব্যানারে এটি ঘটেছে। তবে সেজন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে দায়ি করা ঠিক নয়। যারা অপরাধী তাদের সেভাবেই বিচার হবে। গুটি কয়েকের দায়ভার গোটা পার্টি নেবে না। তবে সরকার ক্ষমতায় আছে, তাই দায় নিতে হবে। এর মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
বিএনপি বলেছে তারা দাবি আদায়ে হার্ডলাইনে যাবে এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, তারা হার্ডলাইনে গেলে গণতন্ত্রের জন্য ভালো, হার্ডলাইনের পক্ষে আমরা। রাজনীতি যদি সহিংসতায় রুপ নেয় তখন তো তখন উদ্বুত পরিস্থিতি হলে সময় দেখা যাবে। কোনো সংঘাতের পরিস্থিতি এখনো হয়নি। সমস্যা হলো বেগম খাললেদার স্বাস্থ্য নিয়ে তারা যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে শারিরিক অবস্থা নিয়ে কোন রাজনীতির ইস্যু পাওয়া যায় কিনা সেটি নিয়ে বেশি চেষ্টা তাদের।
আবরারের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে দাবি করে তিনি বলেন, আবরার হত্যাকান্ডের ঘটনায় শুধু নিন্দা নয়, তড়িৎ ব্যবস্থা নেয়া হয়েছে। আগে কখনো এতো তড়িৎ ব্যবস্থা কেউ নেয়নি। প্রধানমন্ত্রী ঘটনার পর আইজিপিকে ডেকে নিয়ে সব অপরাধীকে গ্রেপ্তার করতে বলেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারেও করা হয়েছে।