
এ নিয়ে টানা তিন মৌসুমে গোল্ডেন সু জিতলেন মেসি। এর আগেও টানা তিনবার ২০০৯/২০১০, ২০১১/২০১২ এবং ২০১২/২০১৩ এই পুরস্কার জিতেন তিনি।
এরপর ২০১৬/২০১৭, ২০১৭/২০১৮ এবং এবার ২০১৮/২০১৯ মৌসুমে ৩৬ গোল করে গোল্ডেন সু’র মালিক হচ্ছেন মেসি। এই পুরস্কার সবেচয়ে বেশি ঘরে তুলেছেন তিনিই।
আরো একটি মজার তথ্য হলো, গোল্ডেন সু চার মৌসুম ধরেই বার্সেলোনার খেলোয়াড়রা জিতছেন। মেসি ছাড়াও লুইস সুয়ারেজ এই পুরস্কার জিতেছেন। সেটা ২০১৫/২০১৬ মৌসুমে।
মেসির পরিবার এবং বন্ধুরা কালকের এই অনুষ্ঠানে যোগ দিবেন। এবং তাকে শুভেচ্ছা জানাবেন।
উল্লেখ্য, গোল্ডেন সু’র জেতার তালিকায় মেসি ছাড়াও ছিলেন পিএসজি’র কাইলান এমবাপে। দ্বিতীয় স্থানে ছিলেন এই তরুণ।