
স্থানীয়রা জানান, শোভা রানী সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাঁশের সাঁকোর উপর দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার সময় সাঁকোটি ভেঙে যায়। এতে শোভা রানীসহ সাতজন নিচের খালে পড়ে যান। শোভা রানীকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শোভা রানী ওই এলাকার সুবল লালের স্ত্রী।