খােলাবাজার ২৪,বুধবার,১৬অক্টোবর,২০১৯ঃ এবার খালের মধ্য দিয়ে বিশাল জাহাজ পার করে রেকর্ড গড়লেন ব্রেমার ক্রুজের ক্যাপ্টেনরা। প্রায় ৬.৩ কিলোমিটার সরু কোরিন্থ খালের মধ্য দিয়ে অসাধারণ দক্ষতায় জাহাজ নিয়ে গিয়ে রেকর্ড গড়লেন তারা।
জানা গেছে, ওই জাহাজের প্রস্থ ২২.৫ মিটার। আর খালের প্রস্থ ২৪ মিটার। সেই অল্প স্থানের মধ্যে দিয়েই পার করা হয় বিশাল ক্রুজ জাহাজটিকে।
পেলোপনিসকে গ্রিসের মূল অংশ থেকে বিচ্ছিন্ন করে করিন্থ খাল। খালের দুই পাশে উঁচু পাথুরে অঞ্চল। জলের রঙ উজ্জ্বল নীল। সেখান দিয়েই প্রায় ১,২০০ যাত্রী নিয়ে পার হল ২৪,০০০ টনের ব্রেইমার জাহাজ।
ক্রুজ সংস্থাটি এই অসাধ্য সাধনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে পোস্ট করেছে। আর সেই পোস্ট করা ভিডিওটি ভাইরাল হয়েছে যথারীতি।
ভিডিওতে দেখা যাচ্ছে, সরু খালের মধ্য দিয়ে পার হচ্ছে সুবিশাল জাহাজটি। ইউটিউবে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন।