খােলাবাজার ২৪,শুক্রবার,১৮অক্টোবর,২০১৯ঃমেহেদী হাসান,জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্র ইউনিয়নের নতুন কমিটিতে এম মুত্তাক সভাপতি, খায়রুল হাসান জাহিনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন করা হয়েছে।
বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের ২৮তম কাউন্সিলে ১৭ সদস্যের এই নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি এম এন জুনায়েদ ও সাবাব আলম সানিদ, সহসাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস সৃষ্টি, সাংগঠনিক সম্পাদক মৃত্তিকা সরকার, কোষাধ্যক্ষ ফাতেমা মেঘলা, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা ও গবেষণা সম্পাদক আসমানী আশা , প্রচার ও প্রকাশনা সম্পাদক ভ ই মাও সৈকত, সাংস্কৃতিক সম্পাদক ব্রততি বিথু, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আফসানা চাঁদনী। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন বিদায়ী কমিটির সভাপতি মিফতাহ আল ইহসান তূর্য ও মৃন্ময়ী অগ্নি আর্জু।
নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান নোবেল।