Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার,১৯অক্টোবর,২০১৯ঃ ইনজুরি কাটিয়ে স্টার্সবার্গের বিপক্ষে পিএসজির হয়ে মাঠে ফেরেন নেইমার। তিনি দলে ফিরতেই আর্জেন্টিনার পিএসজির তারকা ডি মারিয়া ব্রাতা হয়ে পড়েন। সুযোগ পান না টমাস টাখেলের শুরুর একাদশে। কিন্তু নেইমার না থাকলেই পিএসজির জার্সিতে নেমে আলো ছড়ান সাবেক রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।

স্টার্গবার্গের বিপক্ষে ম্যাচে ফিরেই শেষ সময়ে গোল করে দলকে জয় এনে দেন বার্সেলোনায় যাওয়ার জন্য মুখিয়ে থাকা নেইমার। এরপর লিঁও এবং বোর্দোর বিপক্ষেও শেষ দিকে গোল করে দলকে জয় এনে দেন নেইমার। পিএসজির জার্সিতে লিগে পাঁচ ম্যাচ খেলে চারটিতে জয় পায় পিএসজি। মধ্যে স্টেড রেমিসের বিপক্ষে গোল পাননি নেইমার। পিএসজি হারে ওই ম্যাচে।

তবে নেইমার না থাকলে সেই ম্যাচে পিএসজির আক্রমণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন ডি মারিয়া। বুঝিয়ে দিচ্ছেন দারুণ ফর্মে আছেন তিনিও। তাকে নেইমারের পাশে খেলানোর কৌশল বের করতে না পারায় তাই বড় কিছু হারাচ্ছেন পিএসজি কোচ টমাস টাখেল।

নেইমার লিগে ফেরার আগে মেটজের বিপক্ষে ২-০ গোলের জয় পায় পিএসজি। ওই ম্যাচে গোল করেন ডি মারিয়া। চ্যাম্পিয়নস লিগে দুই ম্যাচ নিষিদ্ধ ছিলেন নেইমার। তাকে ছাড়াই তাই ইউরোপ সেরার লড়াইয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই টপ ফেবারিট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে হয় পিএসজির। ওই ম্যাচে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে প্যারিসে দলকে ডি মারিয়া ৩-০ গোলের জয় এনে দেন দলকে। নিজে করেন জোড়া গোল।

চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারের বিপক্ষেও খেলতে পারেননি নেইমার। ওই ম্যাচে অবশ্য ডি মারিয়া গোল পাননি। পিএসজি মাউরো ইকার্দির গোলে ১-০ ব্যবধানে জয় পায়। লিগে নাইসের বিপক্ষে শুক্রবার রাতের ম্যাচে ৪-১ গোলের জয় তুলে নিয়েছে পিএসজি। আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরি আছেন নেইমার। তিনি তাই এ ম্যাচে খেলতে পারেননি। দলে জায়গা পেয়ে ডি মারিয়া আবার জোড়া গোল করেছেন। সঙ্গে এমবাপ্পে এবং মাউরো ইকার্দি গোল করে দলকে বড় জয় এনে দেন।