খবরে বলা হয়, নিয়ম না মেনে কেন্দ্রীয় ছাত্রাবাসের মধ্যে খাবার খাওয়ার জন্য অনাবাসিক শিক্ষার্থী আয়ুশকে জরিমানা করা হয়। পাশাপাশি তাকে ১০০ টাকার স্ট্যাম্প পেপারে একটি হলফনামা জমা দিতেও বলা হয়।
এক শিক্ষার্থী বলেন, কেউ একজন বিষয়টি প্রক্টরকে জানায়, তিনি খবর পেয়ে এসে আয়ুশকে হাতেনাতে ধরে ফেলেন। আয়ুশ সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে, তার খুব খিদে পেয়েছিল, তাই খিদের জ্বালায় ওখানেই বসে খেয়ে নেন। ভবিষ্যতে আর কখনো নিয়ম ভঙ্গ না করারও প্রতিশ্রুতিও দেন তিনি।প্রক্টর প্রফেসর বিনোদ কুমার সিং এ বিষয়ে আয়ুশকে নোটিশ দিয়ে এক সপ্তাহের মধ্যে জরিমানা জমা দিতে বলেছেন। জরিমানা না দিলে আরও কড়া শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।