Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,১৯অক্টোবর,২০১৯ঃ ২০১২ সাল থেকে এই পর্যন্ত অনলাইনে কী কেনাকাটা করেছেন, সব কিন্তু জমা আছে গুগলের হিস্ট্রিতে। জিনিস পছন্দ করে কেনা থেকে শুরু করে বিলের পরিমাণ, সব কিছু সরাসরি জমা হচ্ছে গুগলে।

এমনকি অনলাইনে কোথা থেকে কী কিনছেন, কত বার কিনেছেন, কোন বিষয়ে আপনার পছন্দ রয়েছে তাও সরাসরি পৌঁছে যাচ্ছে আপনার ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে।

সিএনএনে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গুগল-এর কাছে ‘Purchases’ নামক তালিকায় ২০১২ সাল থেকে কেনাবেচার সব ইতিহাস রয়েছে। এই সাইটে https://myaccount.google.com/purchases প্রবেশ করলে দেখতে পারবেন এতদিন আপনি অনলাইন মাধ্যমে যা যা কেনাকাটা করেছেন।

গুগলের মুখপাত্র জানিয়েছেন, গ্রাহকের সুবিধার জন্যই বানানো হয়েছে এই তালিকা। যাতে তারা খুব সহজেই মনে করতে পারেন, কী কিনেছিলেন, কোথা থেকে কিনেছিলেন, এবং কোথায় কোথায় সাবসক্রিপশন করেছেন।

যদি আপনি যদি এই হিস্ট্রি না রাখতে চান, তাহলে রয়েছে ডিলিট অপশন। তবে ডিলিট করার অপশন কিন্তু এত সহজ নয়। এতদিন যাবৎ যা যা কিনেছেন, সেই সমস্ত পেজে ঢুকে ‘Remove Purchase’ অপশনে ক্লিক করে, ‘To remove this purchase, delete the email’ ক্লিক করতে হবে।