খােলাবাজার ২৪,সোমবার,২১অক্টোবর,২০১৯ঃ ২০ অক্টোবর ২০১৯ তারিখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর রাজশাহী অঞ্চলের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জহুরুল হক, রাজশাহীর আঞ্চলিক প্রধান জনাব মোহাম্মদ ইয়ামিন এবং রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সভায় ২০১৯ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা ও পরবর্তী সময়ের জন্য কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।