Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,মঙ্গলবার,২২অক্টোবর,২০১৯ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে গত রোববার অবাঞ্ছিত ঘোষণা করেছিল মুক্তিযুদ্ধ মঞ্চ। ওই ঘোষণার পরই ছাত্রলীগকে সঙ্গে নিয়ে তাদেরকে মারধরও করেন মুক্তিযোদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। তার একদিন পর গতকাল সোমবার ফের মধুর ক্যান্টিনে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল ১০ টায় আবারো মধুর ক্যান্টিনে যায় ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার পর মধুর ক্যান্টিনে যান ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের জন্য নির্ধারিত চেয়ার ও টেবিলে বসেন তারা। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

আজও ছাত্রদলের শোডাউনে ষষ্ঠ কাউন্সিলের সভাপতি প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা বিশ্বিবিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সিনিয়র সহ-সভাপতি তানভীর রেজা রুবেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ছাত্রদল নেতা আমিনুর রহমান আমিন,পার্থ দেব মন্ডল, আশরাফুল আলম ফকির, লিংকন সহ ১৫০-২০০ জন ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় মধুর ক্যান্টিনে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করেন।